বেলুন উড়িয়ে বাবলাতলা ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়ি বাবলাতলা ক্রিকেট একাডেমির উদ্যোগে পানু দত্ত মজুমদার চ্যাম্পিয়ন ও বিজয় ভৌমিক রানার্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। শিলিগুড়ি কলেজ মাঠে এদিন এই প্রতিযোগিতার উদ্বোধন হয় । মেয়র এদিন জানান শীতের দিনে বাবলাতলা ক্রিকেট প্রতিযোগিতা যেন একটা অনুষ্ঠানের মত। বহু পুরনো প্রতিযোগিতায় এটি, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকটি দলকে এবং দলের খেলোয়াড়দের আমার শুভেচ্ছা এবং নতুন বছরের শুভকামনা থাকলো। আশা করছি প্রতিটি দলই ভালো খেলা উপহার দেবে দর্শকদের। আগামী দিনে আরো বড় করে এই প্রতিযোগিতা যাতে হয় সেই চেষ্টাও আমি করব বলেও এদিন জানান মেয়র গৌতম দেব। কনকনে ঠান্ডার মধ্যে এদিন সকালবেলা এই প্রতিযোগিতার উদ্বোধন দেখতে উপস্থিত ছিলেন বহু ক্রিকেট পাগল সমর্থক।


