ব্যাংক প্রতারণা মামলায় শহরে ফের সিবিআই হানা, একযোগে জোর তল্লাশি চললো কলকাতা-সংলগ্ন এলাকায়
বেস্ট কলকাতা নিউজ : ব্যাংক প্রতারণা সংক্রান্ত আর্থিক দুর্নীতির অভিযোগ ৷ আর এই অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় একযোগে তল্লাশি অভিযান শুরু করল সিবিআই । আলিপুর নিউ রোড, নিউটাউন-সহ মোট পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে এই অভিযান চালানো হচ্ছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর ।এদিকে সিবিআই সূত্রের দাবি, বৃহস্পতিবার সকাল সাড়ে ছটা নাগাদ অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সিবিআইয়ের পাঁচটি পৃথক তদন্তকারী দলের অফিসাররা নির্ধারিত এলাকাগুলিতে পৌঁছন । এরপরই সংশ্লিষ্ট বাড়ি ও দফতরগুলিতে তল্লাশি অভিযান শুরু হয় । অভিযানের সময় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না-হয়, সেই কারণে আজ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয় এলাকায়।

সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, ব্যাংকিং ব্যবস্থাকে ব্যবহার করে বড় অঙ্কের আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগ সামনে আসার পরই এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় । একাধিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সন্দেহজনক লেনদেন, ঋণ জালিয়াতি এবং আর্থিক নথিতে গরমিলের অভিযোগ রয়েছে ৷ সেগুলিই অভিযানে খতিয়ে দেখা হচ্ছে । এমনকি তল্লাশি চলাকালীন গুরুত্বপূর্ণ নথি, ডিজিটাল তথ্য ও আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র বাজেয়াপ্ত করা হতে পারে বলে সিবিআই সূত্রের তরফে ইঙ্গিত মেলে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এও জানান , প্রাথমিকভাবে এই মামলায় বেশ কয়েকজন ব্যক্তি ও সংস্থার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে । তল্লাশি শেষে প্রাপ্ত নথি ও তথ্য বিশ্লেষণ করে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে । অভিযানের অগ্রগতি অনুযায়ী জিজ্ঞাসাবাদ কিংবা গ্রেফতারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না । মূলত আজ সকালে আচমকা সিবিআই অভিযানে সংশ্লিষ্ট এলাকাগুলিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে । স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, কেন্দ্রীয় বাহিনী ও সিবিআই আধিকারিকদের উপস্থিতিতে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে । তল্লাশি অভিযান এখনও চলছে এবং তদন্তের স্বার্থে সিবিআই আপাতত বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি ।

