ব্যাপক গরমিল, শিলিগুড়িতে বন্ধ হয়ে যাচ্ছে বহু বিধবা ভাতা এবং বার্ধ্যক্য ভাতা
শিলিগুড়ি : অনেকেই লাইফ সার্টিফিকেট জমা করেন নি,আবার অনেকের তথ্য মেলে না তাই পুরসভা থেকে বন্ধ হয়ে যাচ্ছে বিধবা ভাতা এবং বার্ধ্যক্য ভাতা। একেবারেই মিল না থাকায় বন্ধ করে দিতে হচ্ছে ওই ভাতাগুলি। জানা গেছে বারবার অনুরোধ করে বলা হলেও অনেকেই জমা করেন নি নির্দিষ্ট তথ্য। যার ফলে বন্ধ করে দিতে হয়েছে ওই সব ভাতাগুলি। আমাদের কিছুই করার নেই। আমরা অনেক বার বলেছি। ওয়ার্ডের গ্রূপেও নির্দেশ দিয়েছি। কিন্তুু অনেকেই সময় পার হয়ে গেলেও আমাদের কাছে আসেন নি, জানালেন শিলিগুড়ি পুরনিগমের এক কাউন্সিলার।
তিনি জানিয়েছেন যারা জমা করেছেন তাদের সমস্যা হয় নি, কিন্তুু যারা জমা করেন নি তাদের আটকে গেছে ভাতা। আমাদের কিছুই করার নেই। ভাতা না পাওয়ায় অনেকেই আমাদের কাছে এসেছেন, তবে তাদের একেবারেই ধারনা কম যে লাইফ সার্টিফিকেট জমা করতে হয় প্রতি বছর। জমা না হওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে ভাতা। তবে বিষয়টি মেয়র গৌতম দেবের কাছে পৌছিয়েছে বলে খবরে জানা গেছে।