মহাকাল মন্দিরের জায়গায় আইটি হাব দরকার ছিল সাংবাদিক সম্মেলন করে এই ভাষাতেই ক্ষোভ প্রকাশ করলেন অশোক ভট্টাচার্য
নিজস্ব সংবাদদাতা : মানুষের কর্মসংস্থান দরকার ছিল। মহাকাল মন্দিরের জায়গায় দরকার ছিল আইটি হাব, সাংবাদিক সম্মেলন করে ঠিক এই ভাষাতেই তার ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য । তিনি এদিন আরো জানান আজকালকার দিনে বেকার ছেলেমেয়েরা চাকরি বাকরি পাচ্ছে না, ব্যবসা নেই, শিক্ষিত ছেলেমেয়েদের বড় দুর্দিন আজকে। বাংলার মাটিতে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষা দরকার, স্বাস্থ্য দরকার এবং দরকার কর্মসংস্থানের ,এই তিনটেই এখন বাংলায় নিভে যেতে বসেছে।

প্রাক্তন পুরমন্ত্রী আরো জানান এইসব করে বাংলার উন্নয়ন হবে না। বাংলার উন্নয়ন করতে গেলে অন্যভাবে ভাবতে হবে। অন্য কিছু বলতে হবে। তবেই যুবসমাজ এগিয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো দিকে হাঁটছেন। তাই তার হাঁটার জন্য বাংলার এত দুর্গতি এত দুরবস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ডুবিয়ে দেবেন। অশোক ভট্টাচার্য সাংবাদিকদের এও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে উন্নয়ন করতে হয় তা ভুলে গেছেন। আমাদের মত সাধারণ মানুষের কাছে এই উন্নয়ন একেবারেই হাস্যকর,এদিন এমনটাই জানালেন অশোক ভট্টাচার্য।

