মহাকুম্ভে পদ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের বাসিন্দা কমল পোদ্দারের
শিলিগুড়ি : মহাকুম্ভে পদ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের বাসিন্দা কমল পোদ্দারের। এদিন সকালে এই খবর এসে পৌঁছানোর পরে, ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের লোকজন এখনো ভাবতেই পারছেন না, অমল বাবু আর নেই। যোগাযোগের সমস্যা তৈরি হওয়ায়, তাদের পক্ষে ঠিকভাবে খবর পাওয়াও সমস্যা হয়ে যাচ্ছিল। অবশেষে খবর পাওয়া গেছে, পদপৃষ্ঠ হয়েই মৃত্যু হয়েছে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস রোডের বাসিন্দা অমল পোদ্দারের। খবর পাওয়ার সাথে সাথেই , ওই এলাকার কাউন্সিলার তার বাড়ি পৌছে যান। এদিন এমনকি তার বাড়িতেও প্রতিবেশীদের ভিড় উপচে পড়ে।