মহিলা স্বেচ্ছাসেবকের মৃত্যু হল টিকা নেওয়ার দু’দিনের মধ্যেই , আতঙ্ক ছড়ালো অন্ধ্রে
বেস্ট কলকাতা নিউজ : ফের সামনে এল করোনার টিকা নেওয়ার পর মৃত্যুর ঘটনা ৷ অন্ধ্রে এক মহিলা স্বেচ্ছাসেবকের আকস্মিক মৃত্যু হল করোনার টিকা নেওয়ার দু’দিনের মধ্যেই৷ ঘটনাকে কেন্দ্র করে এমনকি আতঙ্ক ছড়িয়েছে সে রাজ্যেও৷ যদিও এখনও সুস্পষ্ট নয় ওই মহিলার মৃত্যুর সঠিক কারণ৷
আরও জানা গেছে করোনা অন্ধ্রপ্রদেশের রেনিকোটা গ্রামের মহিলা স্বেচ্ছাসেবক পি ললিতা টিকা নিয়েছিলেন গত ৫ ফেব্রুয়ারি৷ টিকা নেওয়ার পর এমনকি কোনওরকম উপসর্গ দেখা দেয়নি তাঁর শরীরে৷ সুস্থই ছিলেন তিনি৷ শনিবার রাতে এমনকি ঘুমোতে গিয়েছিলেন স্বাভাবিকভাবেই রাতের খাবার খেয়ে৷ কিন্তু ঘুমের মধ্যেই ২৯ বছরের ওই মহিলার মৃত্যু হয় রবিবার ভোরেই৷ টিকা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনার পরই৷ যদিও ময়না তদন্তের রিপোর্ট না আসায় এখনও পর্যন্ত জানা যায়নি ওই মহিলার মৃত্যুর আসল ও প্রকৃত কারণ ৷
এই বিষয়ে শ্রীকাকুলামের ডিএমএইচও কেসি চন্দ্র নায়েক জানিয়েছেন, “ভ্যাকসিন নেওয়ার পর একদম সুস্থ ছিল ললিতা ৷ছিল না এমনকি জ্বর বা অন্য কোনও উপসর্গও৷ কাল পর্যন্ত ডিউটি করেছে ৷ কিন্তু রবিবার ভোর তিনটে নাগাদ পি ললিতার মৃত্যু হয় ঘুমের মধ্যেই৷”