মাঘমেলায় গঙ্গায় সাধুদের পবিত্র স্নান, এক স্বর্গীয় আধ্যাত্মিকতায় ভাসলো প্রয়াগরাজ
নিজস্ব সংবাদদাতা : প্রয়াগরাজে অনুষ্ঠিত পবিত্র হিন্দু উৎসব মাঘমেলাকে কেন্দ্র করে গঙ্গা নদীতে পবিত্র স্নানে অংশ নিলেন অসংখ্য সাধু-সন্ন্যাসী। দেশজুড়ে নানা প্রান্ত থেকে আগত ভক্ত ও তপস্বীদের উপস্থিতিতে এদিন তীরভূমি হয়ে উঠেছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য মুখর। গঙ্গাস্নানের মধ্য দিয়ে এদিন আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক সাধনার এক বার্তাও ছড়িয়ে পড়ে সমগ্র প্রয়াগরাজ জুড়ে।


