সূর্যাস্তের পরেও শৈল শহর দার্জিলিং -এ পাহাড়ের গা ঘেসে চলবে খেলনা গাড়ি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

দার্জিলিং : শীতে পর্যটকদের বেড়াতে যাবার অন্যতম সেরা ঠিকানা শৈল শহর দার্জিলিং। টয় ট্রেন পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় সবসময়। পর্যটকদের কে আরো আনন্দ দিতে এবার সূর্যাস্তের পরেও চলবে টয় ট্রেন। শুরু হচ্ছে ঘুম উৎসব চলবে আগামী দশই ডিসেম্বর পর্যন্ত। পর্যটকদের কথা মাথায় রেখেই সূর্যাস্তের পরেও চলবে পাহাড়ের গা ঘেঁষে খেলনা গাড়ি। দার্জিলিং থেকে ঘুম ও ঘুম থেকে দার্জিলিং পর্যন্ত চলবে টয় ট্রেন। এবার থেকে চাঁদের আলোতেও পাহাড়কে উপভোগ করতে পারবেন টয়ট্রেন করে পর্যটকরা। ঘুম উৎসব উপলক্ষে ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে ঘুম স্টেশন ও টয় ট্রেনগুলি। পাহাড় জুড়ে উৎসবের বাতাবরণ, এরই মধ্যে আরও একটি খুশির খবর পাওয়ার জন্য পর্যটকদের মধ্যে যথেষ্ট আনন্দ সঞ্চার হয়েছে। শুধু দিনের বেলা নয় রাতের বেলাতেও পাহাড়ের রোমাঞ্চ অনুভব করতে পারবেন পর্যটকরা টয় ট্রেন সফর করে। অনলাইনে বুকিং নেওয়ার পদ্ধতি চালু হয়ে গেছে। সব মিলিয়ে পাহাড় যেন আরো মায়াবী হয়ে উঠেছে দিনের পর দিন। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছে এই খেলনা গাড়ি। এমন অবস্থা বুকিং শেষ হতেই আবার নতুন বুকিং শুরু হয়ে যাচ্ছে শৈল শহরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *