মোহনবাগানের প্রবাদপ্রতিম ফুটবলার গোষ্ঠ পালের ১৩০ তম জন্মদিন উপলক্ষে প্রবাদ-প্রতিম ফুটবলারের মূর্তিতে মাল্যদান করা হলো শিলিগুড়ি পুরসভার তরফ থেকে
শিলিগুড়ি : মোহনবাগানের প্রবাদপ্রতিম ফুটবলার গোষ্ঠ পালের ১৩০ তম জন্মদিন।সেই উপলক্ষে শিলিগুড়ি পুরসভার তরফ থেকে মাল্যদান করা হলোএই প্রবাদ-প্রতিম ফুটবলারের মূর্তিতে । গোষ্ঠ পাল কে মোহনবাগানের চীনের প্রাচীর বলা হত। আজকে ১৩০ বছর পরেও তার নাম শ্রদ্ধার সাথে পালন করেন মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ফুটবলারেরা।
