মাসের পর মাস হাসপাতালে কেটেছে আতঙ্কের সময়, ৭৫ করোনা যোদ্ধা অবস্থান বিক্ষোভে সামিল হল চাকরি হারিয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :এখন তলানিতে এসে থেকেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা । জলপাইগুড়ি কোভিড হাসপাতলের ৭৫ জন অস্থায়ী কর্মীকে বসিয়ে দেওয়া হল বুধবার ১ ডিসেম্বর থেকে। এখনওইসব কোভিড যোদ্ধারাই হাসপাতালে অবস্থান বিক্ষোভে বসলেন কাজ ফিরে পাওয়ার দাবিতে। হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, একেবারে তলানিতে এখন করোনা রোগীর সংখ্যা। মঙ্গলবার জলপাইগুড়ি কোভিড হাসপাতালে কোভিড রোগীর সংখ্যা ছিল মাত্র ৪ জন। এমনকি একই চিত্র গত কয়েকমাস ধরেই। তাই স্বাস্থ্য দপ্তর কাজ বন্ধের নির্দেশ দিল জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতালের বিভিন্ন বিভাগে কর্মরত ৭৫ জন অস্থায়ী কর্মীর।

রোহিনী রায় নামে এক অস্থায়ী কর্মী বলেন, আমি অ্যাম্বুলেন্স চালাতাম। সমস্ত কোভিড রোগীদের হাসপাতালে আনাই কাজ ছিল আমার। আমাদের নিয়োগ করা হয় করোনা হাসপাতাল শুরু হবার পরই। করোনা রোগীদের নিয়ে ওঠবস করতাম বলে প্রথম প্রথম আমাদের বাড়ি ফিরতে দিত না পাড়ার লোক জন। বাড়ি ছেড়ে মাসের পর মাস কাটিয়েছি এই হাসপাতালেই। আজ আমাদের বাদ দিয়ে দেওয়া হোল এখান থেকেই। আমরা চাই আমাদের পুনরায় নিয়োগ করা হোক। নইলে আর আমরা বাড়িও ফিরব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *