রবীন্দ্রভারতীর পর নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, পরীক্ষার্থীরা জেরবার হলো সার্ভার বিভ্রাটে
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যজুড়ে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা চলছে প্রায় সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে। কিন্তু পড়ুয়াদের ক্যাম্পাসে এনে সশরীরে পরীক্ষা নেওয়া সম্ভব নয় কোরোনা পরিস্থিতিতে। তাই অনলাইন মাধ্যমেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে সব বিশ্ববিদ্যালয়। কিন্তু, রবীন্দ্রভারতী ও নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সার্ভার সমস্যায় পড়লেন পরীক্ষা শুরুর প্রথম দিনেই। এমনকি প্রথমে প্রশ্নপত্র ডাউনলোড করতে দেরি হয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সার্ভার ডাউন থাকার কারণে। আবার একই সমস্যা দেখা গেছিল পরীক্ষা শেষে উত্তরপত্র আপলোডের সময়ও। অন্যদিকে পরীক্ষা শুরু হয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়েও। কিন্তু, পরীক্ষার্থীরা একাধিক সমস্যার সম্মুখীন হন সার্ভারের কারণে।

