পৌরনিগম টার্গেট নিল ১২ দিনের মধ্যে কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তা মেরামত করার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কলকাতা পৌরনিগম সিদ্ধান্ত নিলো দুর্গাপুজোর আগেই কলকাতার সমস্ত রাস্তা মেরামতের। শহরের রাস্তা মেরামতের কাজও ইতিমধ্যেই শুরু হয়েছে একরকম যুদ্ধকালীন তৎপরতায়। বড় রাস্তা থেকে শুরু করে ছোটো রাস্তা সব মেরামত করা হবে পুজোর আগেই। কলকাতা পৌরনিগম ইতিমধ্যেই টার্গেট নিয়েছে ১২ দিনে ১৫৪টি রাস্তা মেরামতের জন্য। যাতে দুর্গাপূজার সময় দর্শণার্থীদের পুজোর মণ্ডপে যেতে কোনো রকমের দুর্ভোগ পোহাতে না হয়, পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম তার জন্যই যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতের কাজ করতে নির্দেশ দিয়েছেন।

যে রাস্তাগুলো KMDA, পূর্ত বিভাগ, বন্দর ও সেচ দপ্তরের অধীনে রয়েছে সেই রাস্তাগুলোই মেরামতি করা হবে পুজোর আগে।এমনকি মেরামতির কাজও বন্ধ ছিল কোরোনার সংক্রমণের জন্য দীর্ঘদিন লকডাউন থাকার ফলে। সেই সঙ্গে শহরের রাস্তা থেকে ফুটপাথও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড় আমফানে গাছ পড়ে গিয়ে। কলকাতার গুরুত্বপূর্ণ পুজো মণ্ডপগুলির একটি তালিকাও তৈরি করেছে কলকাতা পৌরনিগম। মেরামতির কাজ শুরু হয়েছে এমনকি সেই তালিকা ধরেই। চেতলা অগ্রণী, সুরুচি সংঘ একডালিয়া এভারগ্রিন, সমাজসেবী হাতিবাগান সর্বজনীন, কুমারটুলির মত পুজোগুলিতে দর্শনার্থীদের যাতে প্রবেশের ক্ষেত্রে সমস্যা না হয় তার জন্য শুরু করা হয়েছে দ্রুত রাস্তা মেরামতের কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *