রাজ্য স্তরের অ্যাথলেটিক্সে জলপাইগুড়ির দুরন্ত সাফল্য, জোড়া সোনা জিতলো রাজগঞ্জের দীপঙ্কর রায়
জলপাইগুড়ি : জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের আয়োজনে অনুষ্ঠিত রাজ্য স্তরের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য অর্জন করল জলপাইগুড়ি জেলা। বিভিন্ন ইভেন্টে জেলার খুদে অ্যাথলিটদের অসাধারণ পারফরম্যান্সে রাজ্য মঞ্চে দাপটের সঙ্গে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে জলপাইগুড়ি। এই সাফল্যের অন্যতম মুখ রাজগঞ্জের ভোটেপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র দীপঙ্কর রায়। রাজগঞ্জ পশ্চিম সার্কেলের এই কৃতী পড়ুয়া নিজের প্রতিভার জোরে ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে (ছেলেরা, গ্রুপ B) প্রথম স্থান অধিকার করে জোড়া সোনা জিতে জেলার মুখ উজ্জ্বল করেছে।

এছাড়াও প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন—
৭৫ মিটার দৌড়ে (মেয়েরা, গ্রুপ A) তানুশা রায় — প্রথম স্থান
১০০ মিটার দৌড়ে (ছেলেরা, গ্রুপ C) সবুজ শীল — প্রথম স্থান
হাই জাম্পে (গ্রুপ C) সবুজ শীল — প্রথম স্থান
লং জাম্পে (গ্রুপ A) রনি রায় — দ্বিতীয় স্থান
রিলে রেসে (ছেলেরা) জলপাইগুড়ি জেলা — প্রথম স্থান
এই সামগ্রিক সাফল্যের ফলেইঅ্যাথলেটিক্সে বালকদের সামগ্রিক চ্যাম্পিয়ন হয়েছে জলপাইগুড়ি জেলা।পাশাপাশিঅ্যাথলেটিক্স, যোগা ও জিমন্যাস্টিকস মিলিয়ে বালকদের সামগ্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করেছে জেলা।খুদে অ্যাথলিটদের এই সাফল্যে খুশির হাওয়া জলপাইগুড়ি জুড়ে। শিক্ষক-অভিভাবক থেকে শুরু করে ক্রীড়াপ্রেমীরা সকলেই এই কৃতিত্বে গর্বিত।

