রাস্তায় দিন কাটে ওদের, কেউই ভাবে না ওদের নিয়ে
নিজস্ব সংবাদদাতা : দিনের পর দিন রাস্তায় চলে যায় ওদের জীবন, রাস্তায় জন্ম এবং রাস্তায় মৃত্যু। মাঝখানে বড় হওয়া এবং মানুষের দয়ায় খাওয়া পাওয়া ছাড়াও বাচ্চার জন্ম দেওয়া, এই হল পথ কুকুরদের জীবন। বর্তমানে তাদের জীবন আরো কঠিন হয়ে পড়েছে, বিশেষ করে করোনার পরে রাতে হোটেলগুলি একপ্রকার খোলা থাকে না বললেই চলে, সেই কারনে অভুক্ত হয়ে থাকতে হয় তাদের। একবেলাতে খাবার খেয়ে বেচে থাকে তারা। বেচে আছে কিছু সহৃদয় মানুষের জন্য, তাদের নিজের তো বলতে কিছুই নেই। রাত বাড়লে অচেনা কোন ঠিকানায় রাতের আশ্রয়টুকু খুজে নিয়ে সেখানে ঘুমানো।
এদিকে কিছু কিছু সেচ্ছাসেবী সংস্থা মাঝে মাঝে তাদের খাবার এবং ওষুধপত্র দেয় ঠিকই তবে তো রোজ নয়। কিন্তুু বেচে থাকতে তো রোজই লাগে খাবার লাগে জল এবং অন্যান্য ওষুধ, সেটা আসবে কিভাবে? তবে উপরে ভগবান আছেন তিনিই দেখবেন আপাতত এই ভরসায় এবং এখনো ভালো মানুষের কাছ থেকে পাবার আশায় এবং পেয়ে একের পর এক দিন পার করছে এই অসহায় পথকুকুরগুলি। ওদের তো বর্তমান এবং ভবিষ্যত বলতে কিছুই নেই। আছে শুধুমাত্র এই জীবনে তৈরী করা সামান্য কিছু আশা, আপাতত ওটা দিয়েই চলছে তারা।