লাইন ক্লাব অফ শিলিগুড়ির উদ্যোগে আয়োজিত হল এক বিশাল রক্তদান শিবির
শিলিগুড়ি : লায়ন্স ক্লাব অব শিলিগুড়ি গ্রেটার -এর উদ্যোগে এবং শিলিগুড়ি তেরাই লায়ন্স ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন লায়ন্স ক্লাব অব শিলিগুড়ি গ্রেটার, শিলিগুড়ি তে। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং শিলিগুড়ি পুরসভার অন্যান্য সদস্য এবং সমর্থকেরা। ডেপুটি মেয়র আরো জানালেন আমাদের দরকার ছিল একটা বিশাল রক্তদান শিবিরের। আমরা আশা করছি সেই ইচ্ছে তো আমাদের আপাতত পূরণ হয়ে গেছে। রক্ত দরকার সবারই, আর সবচাইতে বড় কথা আর কখন কিভাবে কার কোনটা লাগবে আমরা কেউই জানিনা। তাই আমাদের কাছে রক্তদান করাটা একটা বিশাল ব্যাপার।
