শিলিগুড়িতে এক চরম করুন অবস্থা একদা বিখ্যাত ” হংকং মার্কেটের
শিলিগুড়ি :শিলিগুড়িতে করুন অবস্থা একদা বিখ্যাত ” হংকং মার্কেটের ” একটা সময় ছিল বাইরে থেকে লোক আসলেই শিলিগুড়িতে এসে খুঁজতো হংকং মার্কেট কোথায় আছে? নানান ধরনের জিনিস পাওয়া যেত বলে হংকং মার্কেট সবার কাছে প্রিয় ছিল। কিন্তু এখন শিলিগুড়ির বাইরে নয় শিলিগুড়িতেও মার্কেটের প্রতিদ্বন্দ্বী চলে এসেছে। এখন আর বাইরে থেকে মানুষ আসলেই খোঁজ করেন না হংকং মার্কেটের। সবাই প্রয়োজন মতো জিনিস পেয়ে যান। এদিকে হংকং মার্কেটের বিক্রেতারা জানান আমাদের এখন ব্যবসা বছরে তিন মাসও হয় না। মানুষ বিভিন্ন জায়গা থেকে জিনিস পেয়ে যান , আর কি জন্য এখানে আসবে, আমাদের ব্যবসা তো বাইরের লোকেদের দিয়েই, আমরা এখন অন্য পথের খোঁজ করছি। একদা বিখ্যাত হংকং মার্কেট এখন সত্যিই অন্ধকারে ডুবে রয়েছে কারণ ব্যবসা তো আর আগের মত নেই, অনেকেই চলে এসেছে বাজারে। কাজেই রাস্তা অনেক শক্ত। বিখ্যাত হংকং মার্কেট এখন ক্রমশ অতীত হয়ে যেতে বসেছে।


