শিলিগুড়িতে ফাঁকা মাছের বাজার চরম হতাশ মাছ বিক্রেতা গন
শিলিগুড়ি : শিলিগুড়িতে বিক্রি নেই মাছের, গত এক সপ্তাহ ধরে শিলিগুড়িতে মাছের বাজার একেবারেই পড়তির দিকে। বিক্রেতারাও হতাশ । তারা কিছুতেই বুঝতে পারছেন না কিভাবে মাছ বিক্রি এতটা কমে গেল। এই বছর বাংলাদেশের ঝামেলার কারণে বাংলাদেশী ইলিশ ভারতে আসতে না অনেকদিন ধরেই, বদলে বিক্রি হচ্ছে কোলাঘাট এবং ডায়মন্ড হারবারের ইলিশ মাছ। যার স্বাদ বাংলাদেশের ইলিশ মাছের তুলনায় অনেকটাই কম। তবুও বিক্রেতারা জানিয়েছেন বাংলাদেশে ইলিশ না থাকলেও মানুষ অন্যান্য বারের মতো অন্যান্য মাছ কেনেন, কিন্তু এবারে সেটাও নেই, শিলিগুড়ির প্রধান তিনটি বাজার বিধান মার্কেট বাজার, হায়দার পাড়া বাজার এবং সুভাষপল্লী বাজার এ মাছের ব্যবসা একেবারেই নেমে গেছে। বিক্রি শতাংশ কমে গেছে ৫৫ শতাংশে।
কেন বিক্রি হচ্ছে না মাছ? ক্রেতারা জানিয়েছেন মাছের স্বাদ তাদের অন্য রকমের লাগছে , তাই তারা মাছ কিনতে আগ্রহী হচ্ছেন না, তার বদলে মাংস এবং ডিমই পছন্দ তাদের। বিক্রেতারা এদিকে জানিয়েছেন মাছের বাজারে সাথে মাংস বা ডিমের কোন তুলনা হয় না, মাছের বিক্রি মাছের মতই থাকে। তবে এবারের কোন কারণের জন্যই মাছের বিক্রি কমে গেছে। তবে তারা আবার আশাবাদী ও হয়েছেন মাছ বিক্রি আবার বাড়বে, শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র।