সমগ্র এলাকা কম্পমান চরম গর্জনে, যুবকের তুমুল লড়াই একেবারে দুটো চিতাবাঘের সঙ্গে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : জ্বালানীর কাঠ আনতে প্রায়শই যান চা বাগানে। সেই কাঠেই জ্বলে বাড়ির চুলো। মুখে ওঠে দুমুঠো ভাত। রোজকার মতো এদিনও সে কারণেই সোমবার সন্ধ্যের আগে জঙ্গলে গিয়েছিলেন আলপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের গেরগেন্ডা চা বাগানে গিয়েছিলেন সুব্রত বেহারা নামে ২৪ বছরের এক যুবক। কিন্তু, কে জানত সেখানে তাঁর জন্য অপেক্ষা করছে দুই আস্ত জল্লাদ। সূত্রের খবর, চা বাগানে ঢোকা মাত্রই একসঙ্গে দুটি চিতা বাঘ ঝাপিয়ে পড়ে তাঁর উপর। কিছু বুঝে ওঠার আগেই মাটিতে পড়ে যান সুব্রত। তবে হার মানতে নারাজ এই সাহসী যুবক। সাক্ষাৎ মৃত্যু দূত সামনে থাকলেও লড়াই করতে থাকেন দুই বাঘের সঙ্গে। চলে চরম ধস্তাধস্তি।

তীব্র গর্জনে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় চিতা বাঘ দুটি। তবে প্রতিহত করতে প্রস্তুত ছিলেন সুব্রত। নিজের কেরামতিতেই ঘায়েল করেন দুই চিতাকে। মারমুখী সুব্রতকে ধরাশায়ী করতে ফের ঝাপিয়ে পড়ে বাঘদুটি। তাঁদের গর্জনে কার্যত কাঁপতে থাকে গোটা এলাকা। বাঘে-মানুষে চলে তুমুল লড়াই। এদিকে বাঘের গর্জন ও মানুষের লাগাতার চিৎকার ততক্ষণে চলে গিয়েছে চা বাগানের শ্রমিকের কানে।

ছুটে আসেন শ্রমিকরা। ঘটনা দেখে হতবাক হয়ে যান তাঁরা। মুহূর্তেই চিৎকার করতে করতে ছুটে যান যুবকের কাছে। তাঁদের তাড়া খেয়েই শেষ পর্যন্ত হার মানে চিতা বাঘ দুটি। লেজ তুলে চম্পট দেয় এলাকা ছেড়ে। ঢুকে পড়ে পাশের জঙ্গলে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় সুব্রতকে। গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় বীরপাড়া হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *