শিলিগুড়ি পুরো নিগমের ” আলোর দিশারী ” শুরু করল তাদের পথ চলা
শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের দ্বারা পরিচালিত আলো দিশারী শুরু করল তার পথ চলা। এদিন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার আলো দিশারী প্রকল্পের সূচনা করলেন। এদিন উপস্থিত ছিলেন চেয়ারম্যান চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী এবং অন্যান্য কাউন্সিলরেরা ।এদিন মেয়র গৌতম দেব জানান আলোর দিশারী দিশারী দুস্থদের জন্য তৈরি এক প্রকল্প যেখানে দুষ্ট মেধাবী ছাত্র-ছাত্রীরা যারা পড়াশোনা করতে ইচ্ছুক এবং আগ্রহী তারা তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র পাবেন। বইয়ের ব্যাগ, বই এবং জ্যামিতি বক্স পাবেন সবাই। যে যে ক্লাসে যারা পড়াশোনা করছেন তারা তাদের প্রয়োজনীয় পড়াশোনা সমস্ত জিনিস আলোর দিশারী থেকে পাবে।
এদিন মেয়র গৌতম দেব এও জানান শিলিগুড়ি পুরসভা সব সময় মেধাবী ছাত্র-ছাত্রীদের সাথে আছে, তাদের কি কি দরকার কি কি দরকার কোনটা প্রয়োজন সব তারা পাবেন আমাদের কাছ থেকে। আমরাও চাই দুস্থদের পাশে দাঁড়াতে, ওরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। শুধু ওদের ইচ্ছাটা পূরণ হয় , আমরা তাই ওদের সমস্ত ইচ্ছা পূরণ করব। ওদের পড়াশুনা যাবতীয় খরচ এবং ভবিষ্যতে ওদের ইচ্ছে কি? সেটারও পথ দেখাবে আলোর দিশারী। এরপরে আমরা আরো একবার এই ধরনের অনুষ্ঠান করব। যেখানে সবাই এসে, বিশেষ করে যারা দুস্থ তারা আসবেন এবং তাদের সমস্যার কথা আমাদের জানাবেন তবেই আমরা তাদের পাশে থাকতে পারবো, জানালেন মেয়র গৌতম দেব।