বিদ্যুৎ বিচ্ছিন্ন করে গ্রামবাসীদের তুমুল বিক্ষোভ পানীয় জলের দাবিতে , ব্যাপক চাঞ্চল্য এলাকায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গ্রামবাসীরা ট্রান্সফরমার বন্ধ করে গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে, পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন পানীয় জলের দাবিতে । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর রথতলা এলাকায়। কলে পানীয় জল আসছে না মঙ্গলবার সকাল থেকেই। আর জল না পেয়ে গ্রামবাসীরা গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন । শুধু তাই নয়, এর প্রতিবাদে তাঁরা পথ অবরোধ করে বিক্ষোভও দেখান। গ্রামবাসীদের অভিযোগ, পাড়ায় পাড়ায় সব কলে পানীয় জল দেওয়া হত ভোর পাঁচটা থেকে সকাল ন’টা পর্যন্ত । কিন্তু এদিন সকাল থেকেই কলে জল আসছে না। গ্রামবাসীরা জানতে পারেন, আচমকাই পরিবর্তন করা হয়েছে পানীয় জলের সময় । সকালের পরিবর্তে দুপুর দুটোর পর থেকে জল দেওয়া হবে প্রতাপপুর গ্রামে।

অভিযোগ, গ্রামবাসীদের আগে থেকে সেবিষয়ে কোনও খবরই দেওয়া হয়নি। আর তাতেই গ্রামবাসীরা চরম ক্ষোভে ফেটে পড়েন। সকাল থেকে জল না পেয়ে গ্রামবাসীরা গ্রামের বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেন । ঘাটাল প্রতাপপুর রথতলা এলাকায় পথ অবরোধ করে পানীয় জলের দাবিতে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। এদিকে মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সহ-সভাপতি সুবিনয় জানা ঘটনাস্থলে পৌঁছন গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেয়ে। গ্রামবাসীরা বিক্ষোভ দেখান তাঁকে ঘিরেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *