শিলিগুড়িতে চরম আতঙ্ক ছড়ালো দিনের বেলাতে, দুষ্কৃতী হানা একের পর এক বাড়িতে
শিলিগুড়ি : সাত সকালে শিলিগুড়ির জ্যোতি নগরে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটলো একের পর এক বাড়িতে। হঠাৎ করে সাত সকালে এই ঘটনা ঘটে যাওয়ায় চরম আতঙ্ক জড়িয়ে ধরে এলাকার মানুষদের মধ্যেও । এদিকে কোনো কিছু বোঝার আগে দুষ্কৃতীরা একের পর এক বাড়িতে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করে এবং লুটপাট চালায়। এমনকি এদিন টাকা-পয়সা ছিনিয়ে নেয় বেশ কয়জনের বাড়ির থেকেও। কেন তারা সকালবেলা উঠে এই ঘটনা ঘটালো এটা নিয়ে সন্দেহও তৈরি হয় অনেকের মনেও। কিভাবে দুষ্কৃতীরা এই সকালবেলায় এমনটা ঘটালো এটা শুনে এদিন অবাক হয় পুলিশও।

এদিকে অনেকেই জানিয়েছেন পুরনো কোন ঘটনার সূত্র ধরে এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। দুষ্কৃতিদের কাছ থেকে কোনো খবর না এসে পড়ায় চরম আতঙ্ক ছড়ায় অনেকের মনে। এলাকার মানুষজন জানান জ্যোতি নগর এলাকায় সন্ধ্যা বেলা হলেই শুরু হয়ে যায় একেবারে বাজে লোকেদের আড্ডা। মদ এবং জুয়ার আসর চলতে থাকে। প্রতিবাদ করলে চলে আসে হুমকি। কিন্তু এতগুলো বাড়িতে একসাথে হামলার ঘটনা আগে কোনদিন ঘটেনি বলেই এদিন দাবি করে এলাকার স্থানীয় মানুষ। তারা আরো জানান শিলিগুড়িতে এই ঘটনা কোনদিন ঘটেনি। অবশেষে এদিন এক বিশাল পুলিশ বাহিনী এসে গোটা এলাকা ঘিরে রাখে। শেষমেশ পুলিশ এদিন অপরাধীদেরও খোঁজ করতে শুরু করে।