শিলিগুড়িতে বৃক্ষরোপন কর্মসূচীতে বৃক্ষরোপন করলেন বোরো চেয়ারম্যান এবং কাউন্সিলার গার্গী চ্যাটার্জী
শিলিগুড়ি : জুন মাসটা গোটা উত্তরবঙ্গ জুড়েই পালিত হয় বৃক্ষরোপন কর্মসূচী। তাই অন্যান্য জায়গার মতন গত তিন সপ্তাহ ধরেই চলছে বৃক্ষরোপন কর্মসূচী। এদিন শিলিগুড়ির বিখ্যাত ইষ্কুল বানী মন্দির ইষ্কুলে বৃক্ষরোপন করলেন বোরো চেয়ারম্যান এবং কাউন্সিলার গার্গী চ্যাটার্জী সহ ওই এলাকার ছাত্রছাত্রীরা। এদিন সকালে ইষ্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপন করলেন বোরো চেয়ারম্যান গার্গী চ্যাটার্জী। তার সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি বানীমন্দির ইষ্কুলের ছাত্রছাত্রীরা।
এদিন বোরো চেয়ারম্যান জানান আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে বৃক্ষরোপন। তাই আমাদের সবার উচিত গাছ লাগানো। এই সময় সবচাইতে উপযুক্ত গাছ লাগানোর জন্য। আজকে কিছু কিছু গাছ লাগানো হল, আবার সামনের মাসেই গাছ লাগাতে চেষ্টা করব বলে জানান বোরো চেয়ারম্যান। গার্গী চ্যাটার্জী নিজে জানান আমি নিজেও গাছ প্রচণ্ড ভালোবাসী। তাই সবার আগে এই দায়িত্ব পালন করি, যেটা আমি আগামীতেও করব বলে জানান তিনি।