শিলিগুড়িতে মহিলার সাথে টোটোর মধ্যে শ্লীলতাহানী, আটক হল ১ টোটো চালক
শিলিগুড়ি : শিলিগুড়িতে মহিলার সাথে টোটোর মধ্যে শ্লীলতাহানী ধৃত টোটো চালক। দুপুর ১২টার সময় এই ঘটনা ঘটে শিলিগুড়ির হিলকার্ড রোডে। জানা গেছে ওই মহিলা টোটোয় করে তার গন্তব্যস্থলে যাচ্ছিলেন তখনই এই চরম নক্কারজনক ঘটনা ঘটে। অবশেষে ওই মহিলা চিৎকার করলে আশেপাশের লোকজন দৌড়ে এসে ওই টোটোচালক কে ধরে উত্তম মধ্যম মার দেয়। পরে ওই মহিলা জানান টোটোতে উঠে বসবার পরই ওই টোটোচালক তার সাথে চরম দুর্ব্যবহার করে। অবশেষে ওই মহিলা টোটোর থেকে নেমেও পড়েন। ওই মহিলা অভিযোগ করেন ওই টোটোচালক চরম মদ্যপ অবস্থায় ছিলেন। মুখে আশ্রব্য ভাষায় গালাগালি করছিলো। অবশেষে এদিন পুলিশ এ খবর দেওয়া হয় , পরে পুলিশ এসে অভিযুক্ত টোটো চালককে আটক করে ।
