শিলিগুড়ি জংশন থেকে স্বয়ংক্রিয় অস্ত্রসহ আটক হল কালিংপংয়ের ১ যুবক
শিলিগুড়ি : স্বয়ংক্রিয় বিপজ্জনক অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশ। এদিন শিলিগুড়ি জংশন থেকে তাকে আটক করা হয়, তার নাম রিঙ্কু তামাং বলেই জানা গেছে শিলিগুড়ি পুলিশ সূত্রে । এদিকে আরো জানা গেছে কলকাতা থেকে আসা একটি ট্রেনে সে শিলিগুড়ি জংশনে নামে, নেমে এসে ফোনে সে কারো সাথে উত্তেজিত ভাবে কথা বলছিল। সেই সময় সন্দেহ হয় স্টেশনে থাকা যাত্রীদের, তারাই ফোন করে ডেকে নিয়ে আসে রেল পুলিশ কে, রেল পুলিশকে আসতে দেখে পালাতে চেষ্টা করে ওই রিংকু তামাং, কিন্তু পুলিশ তাকে আটক করে। জেরায় সে জানিয়েছে সে কালিম্পং এর বাসিন্দা, পুলিশ এও জানতে পারে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সাথে যুক্ত এই রিঙ্কু তামাং , তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ধরনের অভিযোগ জমা পড়েছে। কোন কাজে সে কলকাতা গিয়েছিল, নিরাপদে জংশনে নেমে গাড়িতে পাহাড়ে যাওয়ার জন্যও তৈরি হচ্ছিল। তখনই সে আটক হয়। হঠাৎ করে সকালবেলা স্টেশনের মধ্যে এই ঘটনা ঘটে যাওয়ায় এদিন চমকিয়ে ভয় পেয়ে যান স্টেশনে থাকা যাত্রীরাও। পরে পুলিশ এসে এদিন সবাইকে আশ্বস্ত করে।


