শিলিগুড়ি পুর নিগম এলাকায় ডেঙ্গি নিয়ন্ত্রণ তথা বর্তমান পরিস্থিতির ওপর পর্যালোচনা সভা অনুষ্ঠিত হল শিলিগুড়ি পুরসভাতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ি পুর নিগম এলাকায় ডেঙ্গি নিয়ন্ত্রণ তথা বর্তমান পরিস্থিতির ওপর পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো । এদিন মেয়র গৌতম দেব জানান এই সময় শিলিগুড়িতে ডেঙ্গির প্রকোপ বাড়ে , প্রতিবছরে এই সময় আমরা দেখতে পাই ডেঙ্গি ছড়াচ্ছে। আমরা এই সাথে সাথে ডেঙ্গু নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। সাথে সাথে ব্যবস্থা নিয়েছি । সেই কারণে হয়তো গত বছর এই সময়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে ছিল অনেকটাই। আমাদের এই বছরও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, আশা করি সব ঠিক থাকবে।

এদিন এই সভায় উপস্থিত ছিলেন পুর কমিশনার, শিলিগুড়ি মহকুমা শাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক দার্জিলিং, প্রিন্সিপ্যাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, সুপার শিলিগুড়ি জেলা হাসপাতাল, স্বাস্থ্য আধিকারিক শিলিগুড়ি পুর নিগম সহ সংশ্লিষ্ট আধিকারিকদ বৃন্দ। প্রত্যেকেই একযোগে ডেঙ্গু নিয়ন্ত্রণকে বাধ্যতামূলক করা উচিত। আমাদের দরকার আগের থেকে তৈরি হওয়া। তাতে ভবিষ্যতে আমরা আগের থেকে এই ব্যাপারে তৈরি হতে পারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *