শিলিগুড়িতে স্বাধীনতা সংগ্রামী দীনেশ গুপ্তের ১১৪ তম জন্মদিবস পালন করা হল শিলিগুড়ি পুরসভার তরফ থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়িতে : শিলিগুড়িতে গতকাল স্বাধীনতা সংগ্রামী দীনেশ গুপ্তের ১১৪ তম জন্মদিবস পালন করা হল শিলিগুড়ি পুরসভার তরফ থেকে। এদিন শিলিগুড়ির জলপাই মোড়ে দীনেশ গুপ্তের মুর্তিতে মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। উপস্থিত ছিলেন অন্যান্য এম এম আই সি এবং কাউন্সিলারেরা। এদিন মেয়র জানালেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দীনেশ গুপ্তের নাম সোনার অক্ষরে লিখে রাখা আছে। দেশকে ভালোবাসে তিনি দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। তার কথা ইতিহাস বই এ পড়ে আমরা জেনেছি। কিন্তুু তিনি বাস্তব জীবনে একজন সত্যিকারের সাহসী পুরুষ ছিলেন তাও আমরা জেনেছি। তাই আজকে তার জন্মদিনটিকে শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে শ্রদ্ধার সাথে পালন করা হল। এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য এম এম আই সি এবং কাউন্সিলারেরা। দীনেশ গুপ্ত একজন অসাধারন সাহসী মানুষ ছিলেন যিনি তার জীবনকে দেশ সেবার কাজে নিয়োজীত করেছিলেন। আজকে আমরা যেটুকু ভালোভাবে থাকতে পারছি সেটা এই সব মানুষের আত্মত্যাগের জন্যেই এমনটাই জানালেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *