শীতের কম্বলে মোড়া শহর শিলিগুড়ি, প্রবল ঠান্ডার দাপট শহর জুড়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শীতের কম্বলে মোড়া শহর শিলিগুড়ি, এদিন মূলত সকাল থেকেই প্রচন্ড ঠান্ডায় কাবু হয় গোটা শহর শিলিগুড়ি। সাথে মেঘলা আবহাওয়া এবং ঠান্ডা হাওয়ায় শীত যেন আরো জাকিয়ে বসেছে। শীতের কারণে অনেকেই বাইরে বের হতে সাহস করছেন না। ঠান্ডা গোটা শহর শিলিগুড়িকে যেন একটা চাদর মুড়ে দিয়েছে। গোটা শহর শিলিগুড়িতে এখন শুধু চায়ের বাজার। আরো ক’দিন ঠান্ডা এরকম থাকবে জানিয়েছেন শহর শিলিগুড়ির মানুষ। যেভাবে ঠান্ডা বাড়ছে তাপমাত্রা ১০এর নিচে নেমে গেছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ঠান্ডার মধ্যে পর্যটকদের আনাগোনা আরো বাড়ছে। দার্জিলিং সিকিমে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সাধারণ মানুষ। এদিকে আবহাওয়াবিদরা জানান তাপমাত্রা আরো কমবে। এমনকি কুয়াশায় ঢেকে গেছে গোটা শহর শিলিগুড়ি। এর উপরে কনকনে ঠান্ডা হাওয়া যেন শীতকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। ঠান্ডা পড়ছিল না বলে আফসোস ছিল সাধারণ মানুষের। এবার হয়তো সেটা কিছুটা হলেও কমবে সাধারন মানুষের মনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *