শীতের প্রথম আমেজ শিলিগুড়িতে, অনেকটাই নেমে গেল শহরের তাপমাত্রা
শিলিগুড়ি : অবশেষে শহর শিলিগুড়িতে এই মরশুমের প্রথম শীতের আমেজ পেল মানুষ। সন্ধ্যায় তাপমাত্রা নেমে গেল অনেকটাই, সাথে কনকনে হাওয়া মানুষকে প্রথম অনুভব করালো শীতের আগমনকে । তার মধ্যে এদিন রবিবার হওয়ায় মানুষ পুরোটাই উপভোগ করলেন মরশুমের প্রথম শীত। অনেক মানুষ শীতের কাপড় বের করে ফেললেন হয়তো, তাপমাত্রা কমে যাওয়ায় খাবারের দোকানগুলি হয়ত এদিন হাফ ছেড়ে বাঁচল। সন্ধ্যায় তাপমাত্রা অনেকটাই নেমে যাওয়ায় মম এবং অন্যান্য গরম খাবারের দোকানগুলিতে দেখা গেল উপচে পড়া ভিড়।
শিলিগুড়িতে তাপমাত্রা এই সপ্তাহে অনেকটাই নামবে, আবহাওয়া দপ্তরে পূর্বাভাস ছিল বেশ কয়েকদিন আগে থেকেই। এর উপরে নভেম্বরে মাঝামাঝি হয়ে যাওয়ায়, শীত এখনো না পড়ায় অনেকেই উকশুক করছিলেন। তবে এদিন সন্ধ্যায় শীতের ঠান্ডা আমেজ মানুষকে অনেকটাই ভুলিয়ে দিল শীত না আসার আক্ষেপ। আবহাওয়া দপ্তর জানায় শীত পড়ে যাবে এর মধ্যেই। শুধুমাত্র সময়ের অপেক্ষা। শিলিগুড়ি মানুষও অপেক্ষা করে আছে, কবে শীত পড়বে তার জন্য।