সরকারি কৃষি আধিকারিকের গাড়িতে করে পিকনিকে গিয়ে চরম বিতর্কে জড়ালো তার ড্রাইভার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

জলপাইগুড়ি : প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে গত ২৬শে জানুয়ারি পিকনিক চলছিল জলপাইগুড়ির বোদাগঞ্জের গৌরীকোণ এলাকায় । হঠাত্‍ সেই পিকনিকে এসে হাজির হয় সরকারি বোর্ড ও নীলবাতি লাগানো একটি গাড়ি। বোর্ড দেখে প্রথমে অনেকেই ভেবেছিলেন, হয়তো উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত কৃষি আধিকারিক শুভেন্দু মণ্ডল এসেছেন। কিন্তু পরে দেখা যায়, ওই গাড়িতে চেপে পিকনিক করতে এসেছেন তাঁর ড্রাইভার বাপ্পা সরকার, তাও আবার সপরিবারে!ঘটনাটি জানাজানি হতেই তাজ্জব বনে যান সকলেই।

এদিকে এই ঘটনার পর জলপাইগুড়িতে কৃষি দফতরে গিয়ে ভুল স্বীকার করে নিয়েছেন বাপ্পা। তিনি জানান, গাড়িটি আমার নিজের। কৃষি দফতরে ভাড়া চলে। ২৬ জানুয়ারি ওই গাড়িতে সপরিবারে আমি পিকনিক করতে গিয়েছিলাম। গাড়িতে কৃষিকর্তা ছিলেন না’। তিনি এও বলেন, ‘গাড়ি থেকে সরকারি বোর্ড ও নীল বাতি খুলে নেওয়া কিংবা ঢেকে দেওয়া উচিত ছিল। সেটা করিনি’। এই প্রসঙ্গে অ্যাডিশনাল ডিরেক্টর অফ এগ্রিকালচার নর্থ বেঙ্গল রিজিয়নের দফতরের হেড ক্লার্ক জয়দেব রায় বলেন, ‘বিষয়টি আমাদের কানে এসেছে। ওই গাড়ির চালককে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে ব্যাপারে বাকিদেরকেও সচেতন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *