সাইকেল নিয়ে বিশ্বকে জয় করতে আগ্রহী শিলিগুড়ির যুবক পেশায় স্কুল শিক্ষক বিশ্বদীপ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ির বাসিন্দা না হলেও, আদতে তিনি এখন শিলিগুড়ির মানুষ। ১২ বছর ধরে আমি শিলিগুড়িতে আছি। তাই শিলিগুড়ি আমার দ্বিতীয় বাড়ি, বিশ্বদীপ নাগের আসল বাড়ি কোচবিহারে। ইসলামপুরের একটি হাইস্কুলের শিক্ষক বিশ্বদীপ, শিলিগুড়িতে থাকেন চাকরির সুবিধার জন্য। বিশ্বদীপ জানান ছোটবেলা থেকেই আমি সাইকেলে ঘুরতে ভালবাসতাম। কোথায় কোথায় ঘুরে বেড়িয়েছি সাইকেল নিয়ে, বাবা মার কাছে প্রচন্ড বকাও খেয়েছি, কিন্তু তাও আমার নেশা কাটেনি। বর্তমানে আমি সাইকেলে বিশ্ব ভ্রমণ করতে বেরোনোর পরিকল্পনা করছি, গোটা ভারত আমার ঘুরবার পরিকল্পনাও আছে। তবে সবই সময় সাপেক্ষ বলে জানালেন বিশ্বদীপ।

তার কথায় সাইকেল চড়লে , শুধুমাত্র শরীরই সুস্থ থাকে না , মনও সতেজ থাকে। আমি স্কুলে চাকরি করি, তাই সব কিছু আমাকে মানিয়ে নিয়েই চলতে হয়। তবুও সাইকেল চালানো এবং খোলা আমার কাছে নেশা, আমি বিশ্ব জয় করতে চাই সাইকেল নিয়েই এমনটাই জানলেন বিশ্বদীপ। তিনি আরো জানান সবার সমর্থন পেয়েই তিনি এতখানি এগিয়েছেন, তাই সবার আশীর্বাদ যখন তার সাথে আছে একদিন তিনি বিশ্ব জয় করবেন এই বিশ্বাস তার আছে, ভগবানের আশীর্বাদ এবং মানুষের ভালোবাসা নিয়েই আমি চলতে চাই বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *