সাধারণ মানুষের অ্যাকাউন্ট ভাড়া করে প্রতারণা, অবশেষে গ্রেপ্তার ফাঁসিদেওয়ার বাসিন্দা তথা চক্রের মূল পান্ডা শহিদুল
নিজস্ব সংবাদদাতা : সাধারণ মানুষকে ফোন করে প্রথমে ভয় পাইয়ে দেওয়া, এরপর তাদের কাছ থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চাওয়া, এবং শেষে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া, বহুদিন ধরে এই অভিযোগ আসছিল ফাঁসি দেওয়া এবং তার আশেপাশের এলাকা থেকে। পুলিশও খুঁজছিল হন্য হয়ে, অবশেষে গ্রেপ্তার হলেন এই কুকীর্তির আবিষ্কর্তা শহিদুল উচ্চশিক্ষিত এই শহিদুল মানুষকে ফোন করে প্রথমে তাকে ভয় পাইয়ে দিতেন, বাধ্য হই তাকে অ্যাকাউন্ট নাম্বার দিতেন সবাই, তারপর তাদের একাউন্ট থেকে টাকা তুলে নিতেন তিনি, এই কাজে তিনি নিযুক্ত করেছিলেন এলাকার বেশ কিছু শিক্ষিত যুবকদেরও , যারা মূলত এই সোশ্যাল মিডিয়া এবং কম্পিউটারে বিশেষ পারদর্শী।

এদিকে জানা গেছে বহু একাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ আসছিল অনেকদিন ধরেই, পুলিশও খুঁজে বের করতে পারছিল না। অবশেষে ধরা পড়লো অভিযুক্ত শহিদুল । ঠিক কত জনের একাউন্ট থেকে এইভাবে টাকা তুলে নিয়েছে, এখনো জানা না গেলেও আনুমানিক ১০০ জন গ্রহিতার একাউন্ট থেকে উধাও হয়ে গেছে টাকা। আপাতত এখন সে পুলিশের হেফাজতে আছে।