সাপের হানা ঘিরে ছড়ালো ব্যাপক চঞ্চল্য ছড়ালো ডুয়ার্সের মালবাজার এলাকায়
মালবাজার : ডুয়ার্সের মালবাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সাপের হানা কে কেন্দ্র করে। জানা গেছে এক বিশাল ১৫ ফুট দীর্ঘ অজগরউদ্ধার হয়েছে ডুয়ার্সের নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানের টোন্ডু ডিভিশনে , যে কিনা এদিন একটি আস্ত ছাগল গিলেও ফেলে। একইদিন মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি এলাকা থেকে উদ্ধার হয় ১৪ ফুট লম্বা এক বিষধর কিং কোবরাও।

এদিকে এদিন বনদপ্তরের বিশেষ তৎপরতায় দুটি সাপকেই উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়। বিশালাকৃতির এই সরীসৃপদের ঘিরে এলাকায় এদিন চরম আতঙ্ক ছড়ালেও বনকর্মীদের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি অবশেষে নিয়ন্ত্রণে আসে। স্থানীয় মানুষজন জানায় দিনে এবং রাতে তারা আতঙ্কে ভুগছেন। বিশেষ করে তাদের পরিবারে যদি বয়স্ক এবং বাচ্চাদের চলাফেরা থাকে তবেই আতঙ্ক বেড়ে যায় তাদের মধ্যে। এর আগেও এই ধরনের ঘটনা ঘটে গেছে ডুয়ার্সে। তারা বারবার বন কর্মীদের কাছে আবেদন করেছিলেন তারা যেন এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেন। সেই সময় বনকর্মীরা পদক্ষেপ নিয়েওছিলেন কিন্তু এরপরে আবার সমস্যা বেড়ে যাওয়ায় ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় মানুষজনের মধ্যে। এছাড়াও স্থানীয় মানুষের আরো অভিযোগ এলাকায় পর্যাপ্ত পরিমাণে লাইট না থাকায় , বিশেষ করে সন্ধ্যার পরে প্রচন্ড সমস্যার মধ্যে পড়তে হয় তাদের। তাই আলো থাকতে থাকতে তাদের পুরুষদের বাড়িতে চলে আসতে হয়। তবে বনদপ্তর জানিয়েছে অবশ্যই তারা এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপও গ্রহন করতে চলেছে।