চিকিত্‍সকদের অনুমতি মেলেনি , বুদ্ধদেব ভট্টাচার্য বিধানসভা নির্বাচনে ভোট দিচ্ছেন না এই প্রথমবার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ক্রমশ ঊর্ধ্বমুখী এ রাজ্যের করোনা গ্রাফ । স্ত্রী ও কন্যা ভোটের লাইনে দাঁড়ালেও তিনি থাকবেন একরকম ঘরবন্দি হয়েযায় । সুস্থ থাকলেও এবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যাবেন না গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। এহেন সিদ্ধান্ত চিকিত্‍সকদের পরামর্শেই। এমনটাই খবর আলিমুদ্দিন সূত্রে। এই প্রথমবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভোট দিচ্ছেন না বিধানসভা নির্বাচনে।

প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বাড়ছে হু হু করে। এদিকেও প্রশাসনকে প্রতিদিনই নতুন নতুন পদক্ষেপ করতে হচ্ছে পরিস্থিতি সামাল দিতে। কমিশনকে বেশকিছু কড়খ বিধিনিষেধ আরোপ করতে হয়েছে বাকি দুই দফার নির্বাচনের আগে ।এমনকি রাজনৈতিক নেতৃত্ব প্রচারে সংযত হয়েছেন। এরমধ্যেই আজ কলকাতার চারটি আসনে ভোটগ্রহণ সপ্তমদফা নির্বাচনে। ভোটগ্রহণ হচ্ছে এমনকি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রেও। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই কেন্দ্রেরই ভোটার। অসুস্থতার কারণে তিনি ভোটের লাইনে দাঁড়াননি গত লোকসভা নির্বাচনেও। স্ত্রী মীরা ভট্টাচার্য ও কন্যা সুচেতনা ভোট দিলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী যাননি ভোট দিতে। এবার আগের তুলনায় কিছুটা সুস্থ থাকলেও বুদ্ধবাবু ভোট দিতে পারলেন না করোনা পরিস্থিতির জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *