সামনে এল কলেজে লাইব্রেরিয়ান পদেও চরম নিয়োগ দুর্নীতির অভিযোগ ,রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
বেস্ট কলকাতা নিউজ : স্কুল সার্ভিস কমিশন, প্রাথমিক শিক্ষা পর্ষদের পর এবার দুর্নীতির অভিযোগ সামনে এল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রেও। লাইব্রেরিয়ান পদে নিয়োগ দুর্নীতির অভিযোগ এনে শান্তনু বসু নামে এক প্রার্থী দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের কাছে। অভিযোগ, ওই পদে যোগ্য হওয়া সত্ত্বেও নিয়োগ করা হয়েছে তাঁর থেকে কম নম্বর পাওয়া প্রার্থীদের। এদিকে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য তলব করেছেন অভিযোগের প্রেক্ষিতে।
উল্লেখ্য কমিশন ২০১৯ সালে বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য। সেই অনুয়ায়ী সুপারিশের ভিত্তিতে নিয়োগ হওয়ার কথা ইন্টারভিউয়ের পর। অভিযোগ, বিজ্ঞপ্তির সব শর্ত পূরণ না করেই বহু প্রার্থী ওই পদে নিয়োগ পেয়েছেন। কমিশন অনেককে নিয়োগ দিয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতকস্তরে তাঁর চেয়ে কম নম্বর পাওয়া সত্ত্বেও।