সামনে কালী পূজো এবং ছট পুজো, বাজারে সবজির দাম না কমায় চরম দুশ্চিন্তায় শিলিগুড়ির মানুষজন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : সামনে কালী পূজো এবং ছট পুজো , কিন্তু বাজারে সবজির দাম না কমায় দুশ্চিন্তায় শিলিগুড়ির মানুষ। শিলিগুড়ির হায়দার পাড়া বাজারে সবজির দাম শুনে আতকে উঠছেন সাধারণ মানুষ। আলু থেকে পেঁয়াজ, শসা থেকে কুমড়ো, লেবু থেকে টমেটো সব জিনিসের দাম একেবারেই আকাশ ছোঁয়া। কেন দাম বাড়লো আবার ? বিক্রেতারা জানিয়েছেন উত্তরবঙ্গের বন্যার কারণ, অনেকটাই দাম বাড়ার জন্য দায়ী, বন্যার কারণে দক্ষিণবঙ্গ থেকে ঠিকভাবে সবজির গাড়ি আসতে পারছে না, অথবা আসতে দেরি হয়ে যাচ্ছে, সেই কারণেই সবজির দাম অনেকটাই বেড়ে গেছে।

বিক্রেতারা আরো জানান যদি ২-৩ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে , তবে সবজির দাম অনেকটাই নেমে যাবে। সামনেই কালীপুজো ভাইফোঁটা এবং ছট পুজো, তাই সবজির দাম বাড়ায় চিন্তায় আছেন বিক্রেতারাও, তারাও জানিয়েছেন আমরা বিক্রি করি ঠিকই , জিনিসের দাম বেড়ে যাওয়ায় আমাদের কিন্তু বিক্রি কমে যায়, জিনিসের দাম বাড়লে সবজির দাম বাড়লে আমাদের কোন উপকার হয় না। ক্রেতা না থাকলে কিভাবে আমাদের ব্যবসা চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *