সিকিমে আবহাওয়ার বিরাট পরিবর্তন, অবশেষে তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কেরও নীচে
নিজস্ব সংবাদদাতা : সিকিমে বরফ পড়ছে গত তিনদিন ধরে। গত তিনদিন থেকে সিকিমের তাপমাত্রা নেমে গেছে অনেকটাই। সিকিমের তাপমাত্রা এত নেমে যাওয়ার কারনে ভীড় বেড়েছে পর্যটক দেরও। বরফ দেখতে ভীড় করছেন অনেক পর্যটকই। গত কয়েকদিনে সিকিমে বরফ পড়ায় মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।ভীড় আছে পর্যটকদেরও। পর্যটকেরা ছাঙ্গু লেকের সামনে ভীড় করছেন গত কয়েকদিন ধরেই।সিকিমের হোটেলগুলি এখন কানায় কানায় ভর্তি । তাপমাত্রা নীচে নেমে যাওয়ার কারনে পর্যটক দের ভীড় বাড়ছে আগের থেকে অনেক বেশী। সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের পরে মানুষ আসতে সাহস করছিলেন না তবে অবস্থার উন্নতি হওয়ার পরেই সিকিমে ভীড় করছেন পর্যটকেরা।
এদিকে উত্তর সিকিমে তুষারপাত হওয়ার পরে এবং ঠান্ডা হাওয়ার কারনে তাপমাত্রা অনেকটাই নেমে গেছে। বহু রাস্তা এবং ব্রীজ বরফ পড়ে বন্ধ হয়ে গেছে। কিভাবে বরফ সরিয়ে রাস্তা পরিষ্কার করে সামনে এগিয়ে যাওয়া যায় সেদিকে দৃষ্টি রাখছে প্রশাসন। সিকিম সরকারের তরফ থেকে মিলিটারী নামিয়ে রাস্তার কাজ করা হচ্ছে। সিকিমের স্থানীয় মানুষ উদ্যেগ নিয়ে নিজেরাই রাস্তা পরিষ্কার করতে উদ্যেগী হয়েছেন। গত কয়েক দিন থেকে পর্যটক দের ভীড় বেড়েছে সিকিমে। সিকিমের লেকগুলিতে বরফ জমে থাকায় এলাকার তাপমাত্রা কমে গেছে অনেকটাই। ঠান্ডা বাড়ায় সিকিমের বিভিন্ন রাস্তায় বরফ জমে থাকায় যান চলাচল করতে সমস্যায় পড়ে গেছে পর্যটক বোঝাই গাড়ি। জানা গেছে আগামী কয়েকদিনে সিকিমের তাপমাত্রা আরো নীচে নেমে যাবে।