সূচনা হল বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেসের নতুন এলএইচবি কোচের
বালুরঘাট : তেইশে ডিসেম্বর মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলাবাসী এক গৌরবময় মুহূর্তের সাক্ষী থাকলো। এদিন সকালে বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেসের পুরনো আইসিএফ কোচগুলিকে পরিবর্তন করে আধুনিক এলএইচবি কোচ দিয়ে প্রতিস্থাপন করা হলো।এদিন সকালে মূলত রেলওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কোচ দিয়ে ট্রেনটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নাড়া, বালুরঘাটের সাংসদ এবং কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার, বালুরঘাটের বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এবং রেল কর্মকর্তাদের পাশাপাশি একলাখি বালুরঘাট রেলযাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন। বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেসের নতুন এলএইচবি কোচগুলির আগমনে যাত্রীরাও উচ্ছ্বসিত।

ড. সুকান্ত মজুমদার এদিন বলেন যে এলএইচবি কোচগুলি হালকা এবং আরও আধুনিক হওয়ায় যাত্রীদের নিরাপত্তা এবং ট্রেনের গতি উভয়ই উন্নত হবে, তিনি বক্তব্য রাখার প্রসঙ্গে আরও বলেন যে বালুরঘাট অমৃত ভারত স্টেশন প্রকল্পটি আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে এবং ভবিষ্যতে ট্রেনের সংখ্যা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দ্রুত লিফট স্থাপন করা হবে।

