সেবক এর করনেসন ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক
নিজস্ব সংবাদদাতা : সেবকের করোনেশন ব্রিজ থেকে আত্মহত্যা করলেন এক যুবক। পারিবারিক অশান্তির কারণে ঝাপ দিয়ে আত্মহত্যা করলেন তিনি। পারিবারিক অশান্তির জোরে তিনি আত্মহত্যা করলেন বলে জানা গেছে। এদিন তার পরিবারের লোকেরা জানান সে বহুদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিল, এমনকি ছিল চরম আর্থিক সংকটও। এদিকে তার আত্মহত্যার খবরে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। এদিকে একের পর এক আত্মহত্যা খবরে প্রচন্ড হতাশ হয়ে পড়েন স্থানীয় মানুষজনও। তারা জানান এইভাবে দর্শনীয় স্থান হিসেবে এই জায়গার গুরুত্ব একেবারেই নষ্ট হয়ে গেছে। মানুষ আর এখানে আসতে পছন্দ করছেন না। এবারে সরকারের উচিত এই করনশন ব্রিজের এলাকা ঠিক রাখা।
