স্বেচ্ছামৃত্যুকে স্বীকৃতি সুপ্রিমকোর্টের, ঐতিহাসিক রায়ে নয়া দৃষ্টান্ত
সম্মানের সঙ্গে মৃত্যুর অধিকার রয়েছে মানুষের। সেই ভাবনাকে সম্মান জানিয়েই ঐতিহাসিক রায়ে স্বেচ্ছামৃত্যু বা প্যাসিভ ইউথানাসিয়া-য় সম্মতি জানাল সুপ্রিম কোর্ট। তবে নির্দিষ্ট শর্তাবলির মধ্য দিয়ে এই নিয়ম মানতে হবে বলেও সতর্ক করে দিয়েছে সর্বোচ্চ আদালত। মুখ্য বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় দিয়েছে। কেন্দ্রকে উপযুক্ত আইন প্রণয়নের কথাও বলা হয়েছে।
কোনও রোগাক্রান্ত ব্যক্তি, যদি সারানো যায় না এমন শারীরিক অবস্থা বা কোমায় চলে যান, সেক্ষেত্রে তাঁর ইচ্ছার সম্মতিতে স্বেচ্ছামৃত্যুকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বেঁচে থাকা অবস্থায় আগে থেকে কেউ ঠিক করে যেতে পারবেন তাঁর অসুস্থতার সময়ে তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হবে নাকি তা সরিয়ে ফেলা হবে। যাতে তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারেন। মেডিক্যাল বোর্ড সম্মতি দিলেই লাইফ সাপোর্ট সিস্টেম সরিয়ে ফেলা হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে।