কেরালায় সন্ধান মিলল কোরোনা আক্রান্ত প্রথম ভারতীয়র

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কেরালায় সন্ধান মিলল দেশের প্রথম কোনো কোরোনা ভাইরাস আক্রান্ত রোগীর৷ স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে কোরোনা ভাইরাসের খোঁজ পাওয়া গেছে, চিনের ইউহান বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়ার শরীরে। কেরালায় ফেরার পর প্রথমে ইনফেক্শন ধরা পড়ে মেডিকেলের ওই ছাত্রীর গলায়। তার চিকিৎসা চলছে হাসপাতালে। আপাতত সে স্থিতিশীল। এমনকি তাকে রাখা হয়েছে পর্যবেক্ষণেও।বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে কোরোনার আতঙ্ক। তাতে বাদ নেই ভারতও। কেরালায় ৮০০-র অধিক মানুষকে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁদের বাড়িতে। এরই মাঝে প্রথম কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেল কেরালার বাসিন্দা তথা ইউহান বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়ার দেহে।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা এও জানান, ২০টি নমুনার মধ্যে পজ়িটিভ এসেছে একটির রেজ়াল্ট। ত্রিচুড় হাসপাতালে চিকিৎসা চলছে ইউহান থেকে আসা ওই পড়ুয়ার। এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরে রিপোর্ট করার আর্জি জানিয়েছেন চিন থেকে আসা সকলকেই। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রকের তরফে ইতিমধ্যেই ১ জানুয়ারির থেকে চিন ফেরত যাত্রীদের সর্দি-জ্বর বা শ্বাসকষ্ট হলে অনুরোধ করা হয়েছে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে যেতেও। চিনে প্রায় ৩০০ জন ভারতীয় আটকে রয়েছেন কোরোনার আতঙ্কর জেরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *