হরিয়ানার এডিজি’র অস্বাভাবিক মৃত্যু, পুলিশের দুই শীর্ষ কর্তার বিরুদ্ধে অভিযোগ আনলো আমলা স্ত্রী’
বেস্ট কলকাতা নিউজ : দিনের পর দিন জাতপাত নিয়ে হয়রানি সহ্য করতে না-পেরে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন হরিয়ানা পুলিশের এডিজি আইপিএস ওয়াই পুরন কুমার (৫২ ) ৷ এভাবে তাঁকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন রাজ্য পুলিশের দুই শীর্ষকর্তা ৷ এই অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী আইএএস অমনীত পি কুমার ৷ তিনি হরিয়ানার ডিজিপি শত্রুজিৎ সিং কাপুর এবং রোহটাকের এসপি নরেন্দ্র বিজারনিয়ার বিরুদ্ধে তাঁর স্বামীকে মৃত্যুতে প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন ৷

হরিয়ানার ডিজিপি এবং রোহটাকের এসপি’র অবিলম্বে গ্রেফতারির দাবি তুলেছেন হরিয়ানা সরকারের শীর্ষস্তরীয় আধিকারিক অমনীত ৷ তাঁর স্বামীর ব্যাগ থেকে একটি আট পৃষ্ঠার নোট পেয়েছেন তিনি ৷ সেই নোটের ভিত্তিতে তিনি অভিযোগ করেছেন, স্বামীর উচ্চস্তরীয় আধিকারিকরা পুরন কুমারের উপর পদ্ধতিগতভাবে অত্য়াচার চালিয়ে গিয়েছেন ৷ বুধবার সন্ধ্যায় সেক্টর-2 চণ্ডীগড় থানায় অভিযোগ দায়ের করেন তিনি ৷ অভিযোগ দায়েরের পাশাপাশি তিনি হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির কাছে অভিযোগপত্র পাঠিয়েছেন ৷ অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির আর্জি জানিয়েছেন অমনীত ৷
তাঁর স্বামীকে পদ্ধতিগতভাবে হেনস্তা করা এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে ডিজিপি ও রোহটাকের এসপি’র বিরুদ্ধে বিএনএস-এর ১০৮ নম্বর ধারা (আত্মহত্যায় প্ররোচনা), তফশিলি জাতি-উপজাতি (অত্যাচার প্রতিরোধকারী) আইনের আওতায় মামলা দায়েরর অনুরোধ জানিয়েছেন অমনীত ৷ এই ঘটনায় অভিযুক্ত পুলিশ আধিকারিকদের মন্তব্য জানা যায়নি ৷