হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হল করোনা এড়াতে
বেস্ট কলকাতা নিউজ : গোটা দেশে কাঁপুনি ধরাচ্ছে করোনার সেকেন্ড ওয়েভ। সংক্রমণের বিদ্যুৎ গতি প্রায় সমগ্র দেশজুড়েই। দৈনিক সংক্রমণ আগের দিনের রেকর্ড ভেঙে এগোচ্ছে প্রতিদিন। এই পরিস্থিতিতে মহামারী রুখতে এবার জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আগামী ১২ এপ্রিল সেই মামলারই শুনানি হতে চলেছে।
মাত্রাছাড়া সংক্রমণ গোটা দেশে। সংক্রমণের গ্রাফ বাড়ছে হু হু করে। রাজ্যে-রাজ্যে নাজেহাল দশা এমনকি পরিস্থিতি মোকাবিলায় । ফের একবার কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে একাধিক রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো। করোনা বেডের আকাল এমনকি সরকারি-বেসরকারি হাসপাতালগুলিতেও। ঘোর উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রকও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনায় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন। সংক্রমণ মোকাবিলায় আরও কী কী পদক্ষেপ করা যেতে পারে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে সেব্যাপারেও।
দেশের অন্য রাজ্যগুলির পাশাপাশি ভোটের বাংলায় ছড়াচ্ছে করোনার সংক্রমণ। বৃহস্পতিবার সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফতরের হেল্থ বুলেটিন অনুযায়ী, একদিনে ২৭৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন বাংলায়। অন্যদিকে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লক্ষ ২ হাজার ৮০৭ জন। করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৩৭০ জন। এই পরিস্থিতিতে এবার কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে রাজ্যে অতিমারী রোধে। রাজ্যে নির্বাচন চলাকালীন কোভিড প্রোটোকল শিকেয় তুলে চলছে ভোট প্রচার। অভিযোগ উঠেছে রাজনৈতিক কর্মীদের পাশাপাশি প্রার্থীরাও করোনা বিধি উড়িয়ে দেদার প্রচার চালাচ্ছেন বলেও।