হাসপাতালে চিকিৎসকদের ফুল দিলেন পুলিস আধিকারিকরা, চিকিৎসক দিবসে দু’পক্ষ একে অপরকে জানালেন বিশেষ ধন্যবাদও
বেস্ট কলকাতা নিউজ : বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে পুলিস আধিকারিকরা ফুলের তোড়া তুলে দিলেন চিকিৎসকদের হাতে। চিকিত্সক দিবসে দু’পক্ষ একে অপরকে ধন্যবাদ জানালেন। গড়িয়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে মঙ্গলবার সকালে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালের বাইরে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রচার শুরু হয়। হাসপাতালের সামনে স্কুল পড়ুয়ারা ট্রাফিক সচেতনতা নিয়ে গাড়ি চালকদের সঙ্গে কথা বলে। হাসপাতালের সামনে কোনও চালক হর্ন বাজালে পড়ুয়ারা এগিয়ে গিয়ে কথা বলেছে। তাদের কথা না শুনলে তখন ট্রাফিক সার্জেন্ট গিয়ে ব্যবস্থা নিয়েছেন। এর মাঝে চিকিত্সক দিবস পালন করতেও দেখা যায় গড়িয়া ট্রাফিক গার্ডের আধিকারিকদের।

এদিকে হাসপাতালের সুপার সম্রাট রায়চৌধুরী সহ অন্যান্যদের হাতে ফুল তুলে দেন পুলিস আধিকারিকরা। উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক সঞ্জয় সাহা, গড়িয়া ট্রাফিক গার্ডের ওসি শেখ নাজমুল হোসেন সহ অন্যান্যরা। সুপার বলেন, আমরা প্রতি পদে কাজ করতে গিয়ে পুলিসের সাহায্য পাই। আসলে সকলে মিলে কাজ না করলে তো চলবে না। পুলিস আধিকারিকরাও ডাক্তারবাবুদের উদ্দেশে বলেন, প্রতিনিয়ত সমাজের জন্য আপনারা যেভাবে কাজ করে চলেছেন, অনেক সম্মান আপনাদের প্রাপ্য।