১৯৪৩ সালের ২১ অক্টোবর আজাদ হিন্দ সরকার গড়েছিলেন একমাত্র নেতাজিই
বেস্ট কলকাতা নিউজ : ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ায় পর জহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন ঠিকই ৷ কিন্তু তার বেশ কয়েক বছর আগে নেতাজি সুভাষচন্দ্র বসুই গড়েছিলেন স্বাধীন সরকার৷ সিঙ্গাপুরে প্রথম ‘স্বাধীন’ ভারতীয় সরকার গড়েছিলেন ১৯৪৩-এর ২১ অক্টোবর৷ সেই আজাদ হিন্দ সরকারের মন্ত্রিসভার শীর্ষে ছিলেন নেতাজি স্বয়ং৷
১৯৩৯ সালে দ্বিতীয়বারের জন্য ত্রিপুরা সেশনে কংগ্রেসের প্রসিডেন্ট নির্বাচিত হন নেতাজি গান্ধীজিরপ্রবল বিরোধীতার মুখে পড়েও। ওই নির্বাচনে গান্ধি সমর্থন দেন পট্টভি সীতারামায়াইকে এবং নির্বাচনের ফল শোনার পর গান্ধি জানিয়েছিলেন, পট্টভির হার আসলে তাঁরই হার।কিন্তু সভাপতি নির্বাচনে জয় লাভ করেও গান্ধীর অনুগামীরা নানা রকম ভাবে বাধা সৃষ্টি করে ঠিকমতো কাজ করতে পারছিলেন না সুভাষ। ফলে কংগ্রেস ছেড়ে দিয়ে তিনি ফরওয়ার্ড ব্লক নামক একটি নতুন দল গঠন করেন।
এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় সুভাষ অনুভব করেন,সুবিধা নেওয়া উচিত এই রাজনৈতিক অস্থিরতা থেকেই। তিনি আরো মনে করতেন অন্য দেশের রাজনৈতিক, সামরিক ও কুটনৈতিক সমর্থনের উপরই দেশের স্বাধীনতা নির্ভর করে । তাই তিনি উদ্যোগ নেন ভারতের জন্য একটি সামরিক বাহিনী গড়ে তোলার। সেই উদ্দেশ্যই তিনি ১৯৪১সালে ছদ্মবেশে দেশে ছেড়ে পালান ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে৷
সেই সময় অবশেষে জার্মানিতে যান নানা জায়গা ঘুরে৷ গঠন করেন যুদ্ধবন্দিদের নিয়ে এক বাহিনী৷ কিন্তু তিনি অনুভব করেন ভৌগোলিক কারণে দেশের স্বাধীনতা সংগ্রামে চালান কঠিন অত দূর থেকে৷ ফলে তখন নেতাজি পূর্ব-এশিয়ায় থেকে কাজ করতে চান৷ এদিকে তখন জাপানে রাসবিহারী বসু৷ নেতাজি জাপানে পৌঁছলে রাসবিহারী বসু তখন তার নিজের হাতে গড়া ‘আজাদ হিন্দ ফৌজ’-এর সমস্ত ভার নেতাজির হাতে তুলে দেন৷