সুপ্রিম কমিটি আজ প্রথম বৈঠকে বসতে চলেছে কৃষি আইনের অচলাবস্থা কাটাতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :অচলাবস্থা এখনো অব্যাহত কেন্দ্রীয় কৃষি আইন নিয়ে৷ এমনকি দু’পক্ষই অনড় নিজেদের অবস্থান নিয়েও৷ এদিকে কৃষকরা সিঙ্ঘু সীমান্তে মাটি আঁকড়ে ক্রমাগত লড়াই করে চলেছে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে৷ তাদের একটাই দাবি, সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করতে হবে এই কৃষি আইন৷ অন্যদিকে, সংশোধনে সম্মত হলেও কেন্দ্র নারাজ কৃষি আইন সম্পূর্ণ প্রত্যাহার করার ক্ষেত্রে৷ আপাতত সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে কৃষি আইন কার্যকর করার ক্ষেত্রে৷ একটি কমিটিও এমনকি গড়ে দেওয়া হয়েছে আলোচনার জন্য৷ আজ কমিটি সদস্যদের নিয়ে প্রথম বৈঠকে বসছে কৃষি আইন নিয়ে অচলাবস্থা কাটাতে৷

প্রসঙ্গত , শীর্ষ আদালত গত সপ্তাহে চার সদস্যের কমিটি গড়ে দেয় কৃষি আইন নিয়ে কেন্দ্র ও কৃষক ইউনিয়নগুলির মধ্যে এই জট কাটাতেই৷ সুপ্রিম কোর্ট জোর দিয়েছে বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনার মাধ্যমে সমস্যার সম্পূর্ণ সমাধানের উপরেই৷ যদিও ‘কৃষক স্বার্থে’ এই কমিটি থেকে নিজেকে সরিয়ে নেন অল ইন্ডিয়া কিসান কোঅর্ডিনেশন কমিটির সভাপতি ভুপিন্দর সিং মান৷ এদিন দিল্লি উড়ে যাওয়ার আগে প্যানেলের সদস্য অনিল ঘানওয়াত আরও বলেন, ‘‘আগামী দিনে কী পদক্ষেপ নেওয়া হবে প্যানেলের সদস্যরা বসে সেই আলোচনাই সারবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *