২৪ ঘণ্টার ব্যবধান ! অন্ধ্রপ্রদেশে পুলিশ এনকাউন্টারে খতম আরও ৭ মাওবাদী জঙ্গি
বেস্ট কলকাতা নিউজ : মাও নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য ৷ অন্ধ্রপ্রদেশের আলুরি সীতারামরাজু জেলার মারেদুমিলির জঙ্গলে ৭ মাওবাদীর মৃত্যু হল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৷ তাদের মধ্যে ৩ জন মহিলা রয়েছেন বলে জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের গোয়েন্দা সংস্থার এডিজি মহেশ চন্দ্র লাড্ডা ৷ বিজয়ওয়াড়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গোয়েন্দা কর্তা বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে দু’দিন ধরে অভিযান চলে৷ সেই অভিযানের অংশ হিসেবে এদিন মারেদুমিলির জঙ্গলে পুলিশ এনকাউন্টারে ৭ জনের মৃত্যুর খবর মিলেছে ৷” এদিন সকাল ৭ টা নাগাদ এনকাউন্টারের ঘটনাটি ঘটে বলেও জানান তিনি ৷ তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে কেবল একজনের পরিচয় জানা গিয়েছে ৷ তার নাম মেতুরি জোখা রাও ওরফে টেক শঙ্কর ৷ শ্রীকাকুলামের বাসিন্দা শঙ্কর অন্ধ-ওড়িশা সীমানায় মাওবাদীদের সংগঠনের দায়িত্ব ছিল ৷ প্রযুক্তিগত বিষয়ে সিদ্ধহস্ত এই মাও নেতা গত ২০বছর ধরে নাশকতামূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত বলেও জানিয়েছেন গোয়েন্দা সংস্থার এডিজি মহেশ চন্দ্র লাড্ডা ৷ মনে করা হচ্ছে, সংগঠনকে শক্তিশালী করার জন্যই দক্ষিণ ভারতের এই রাজ্যে এসেছিল মেতুরি ৷


