৫ পড়ুয়ার বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : ” থ্রেট কালচার” নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পাঁচ পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হলো। জানা গেছে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া হবে না বলে জানিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। গত শুক্রবার থ্রেট কালচার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পাঁচ পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে প্রচন্ড জল ঘোলা হয়েছে। তীব্র আপত্তি পড়তে জানিয়েছেন বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি। তাই আপাতত ওই পাঁচজন পড়ুয়াকে বহিষ্কার করা হবে না বলে জানিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। থ্রেট কালচার নিয়ে প্রচন্ড সমস্যা তৈরি হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, অনেকেই মনে করছেন এর ফলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের নিজস্ব ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এমনিতেই আরজিকর নিয়ে চাপে আছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তাই আপাতত বহিষ্কার করা হলেও আবার ফিরিয়ে নেওয়া হচ্ছে ওই ৫ পড়ুয়াকে।

এর উপরে একজন কর্মীর মেডিকেল কলেজ চত্বরের মধ্যেই প্রতিবাদ করাও প্রচন্ড চাপানতোর সৃষ্টি করেছে। তবে ফিরিয়ে না নিলেও ভবিষ্যতে ওই পাঁচ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে কোন কথা বলতে চায় না মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে চাইছেন তারা। তবে ছাত্র-ছাত্রীরা ও তাদের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছেন এই ব্যাপারে। পরিস্থিতিতে আপাতত ব্যাক ফুটে চলে গেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *