৭০ ঊর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, এনজেপি থানার পুলিশ গ্রেপ্তার করল অভিযুক্ত ১ যুবককে
নিজস্ব সংবাদদাতা : ৭০ ঊর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে এনজেপি থানার পুলিশ গ্রেপ্তার করল এক যুবককে। জানা গেছে ওই বৃদ্ধা ভদ্রমহিলা ওই যুবকের বাড়িতে বহুদিন ধরে ভাড়া থাকতেন। গত সপ্তাহে ওই যুবকটি এই কাজ করে, যুবকের নাম দীপেশ মন্ডল। এরপরে ওই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ে, সে তার এক পরিচিত কে গোটা ব্যাপারটি খুলে বলে।এদিকে পরিচিত ওই ব্যক্তি সাথে সাথে বৃদ্ধাকে নিয়ে থানায় যেতে চাইলে বৃদ্ধা ভয় পেয়ে থানায় না যাওয়ার কথা বলে। পরে ওই ব্যক্তি জোর করে বৃদ্ধাকে থানায় নিয়ে গেলে বৃদ্ধা রাজি হয়ে থানায় গিয়ে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে অবশেষে গ্রেপ্তার করে। আপাতত আদালত ওই যুবককে ৭ দিনের জেল হেফাজত দিয়েছে।


