অক্ষয় তৃতীয়া ও রমজানের প্রার্থনার জের, তীব্র যানজট এর আশংকা শহর কলকাতায়
বেস্ট কলকাতা নিউজ : মঙ্গলবার সকাল থেকে বন্ধ কালীঘাট এলাকা । কারণ একটাই শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন কালীঘাট মন্দিরে সকালবেলা পুজো দিতে যান অসংখ্য পূর্ণার্থী । সেই জন্যই ওই রাস্তা বন্ধ রাখা হয়েছে । কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে এমনটাই খবর জানা যাচ্ছে ।কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষে জানানো হয়েছে , সদানন্দ রোড থেকে শ্যামাপ্রদাস মুখার্জি রোড যা কালী টেম্পল রোডের দিকে যাচ্ছে তা বন্ধ রাখা হয়েছে। আর।বি এভিন্যু থেকে যে রাস্তাটি নেপাল ভট্টাচার্য রোড হয়ে কালীঘাট মন্দিরের দিকে যাচ্ছে বন্ধ রাখা হয়েছে সেই রাস্তা টিও ।
কালীঘাট মন্দিরের দিকের আরও এক রাস্তা যা কালিদাস পুততুন্ড রোড নামে পরিচিত সেই রাস্তাও বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি আজও শহর জুড়ে প্রচুর রাজনৈতিক মিছিল রয়েছে যার জেরে ব্যাপক যানজট হতে পারে শহর কলকাতায়। বেলা ১১টা নাগাদ সিটি সিভিল রোডে এক প্রতিবাদী মিছিল রয়েছে যা শুরু হবে কিরণ শঙ্কর রায় রোড থেকে। শেষ হবে ধর্মতলা হয়ে রাজভবনে। সঙ্গে সন্ধ্যায় থাকছে রমজানের প্রার্থনা। এর জন্যও যানজট সৃষ্টি হতে পারে শহর এর কিছু স্থানে । সবমিলিয়ে সকাল থেকে সন্ধ্যা সাধারণ মানুষকে কিছুটা হলেও যানজট এর সমস্যা পোহাতে হতে পারে।