অজ্ঞাত বস্তু সন্দেহে বিমানবন্দর সংলগ্ন এলাকায় CISF-এর অভিযান
বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রাপ্ত তথ্যের পরিপ্রেক্ষিতে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হল। শুক্রবার নিরাপত্তার স্বার্থে অভিযান চালানো হল বিমানবন্দর সংলগ্ন এলাকাগুলোতে। মূলত নারায়ণপুর, কৈখালি, গোপালপুর, শরৎপল্লী, বাঁকড়া, মাইকেল নগর সহ বিভিন্ন জায়গায় অভিযান চালাল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (CISF) আধিকারিকরা। স্থানীয় মানুষজনকে বিভিন্ন বিষয়ে সতর্ক করার পাশাপাশি স্থানীয় থানার সঙ্গেও এ বিষয়ে আলোচনা করা হয়েছে। সামনেই ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নিরাপত্তা বাড়ানো হবে আরও। বিমানবন্দর সংলগ্ন স্থানগুলো কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে। কলকাতা বিমানবন্দর অত্যন্ত ব্যস্ত বিমানবন্দর। প্রতিদিন একগুচ্ছ বিমান ওঠানামা করে এই বিমানবন্দরে। আন্তর্জাতিক রুটের বিমানের সংখ্যাও কম নয়। তাই এই বিমানবন্দরের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।